সরকার অনুমোদিত সাতক্ষীরার যুব স্বেচ্ছাসেবী সংগঠন পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
গত ১ ডিসেম্বর ক্লাবের প্রতিষ্ঠাতা ৩ সদস্যের নির্বাচনী প্যানেল ঘোষণা করেন এবং ১৮ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
গতকাল শনিবার সকাল ১০টায় নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায়নির্বাচিত হয়েছেন।
তাঁরা হলেন সভাপতি পদে মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক মো. রিপন হোসাইন। ক্লাবের উপদেষ্টা সরদার মশিয়ার রহমান, শেখ জহুরুল হক ও মল্লিক শফিকুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শেখ তুহিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, কোষাধ্যক্ষ মামুন হোসেন, দপ্তর সম্পাদক মো. আল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন হোসেন শুভ, নির্বাহী সদস্য আবু হোসেন, মাহফুজুর রহমান, সাধারণ সদস্য মেহেদী হাসান, শেখ আহাদুর রহমান, শিমুল বিশ্বাস ও কামরুজ্জামান কামাল।