কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন রসায়ন বিভাগের শিক্ষক মোতাহেরা বেগম। গত শুক্রবার তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।
মোতাহেরা বেগম ১৯৯৩ সালে ১ ডিসেম্বর এই কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৩ সালে চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৫ সালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএ (অনার্স) এবং এমএ পাস করেন।