বাসাইল উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিলে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে পাঁচটি ড্রেজার মেশিন।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর ও কাউলজানী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বাসাইল থানা-পুলিশের একটি দল এবং এলাকাবাসী।
সহকারী কমিশনার নাহিয়ান নুরেন বলেন, আজকের অভিযানে ড্রেজার ও পাইপ ভেঙে দেওয়া হয়েছে। তবে বালু ব্যবসায়ীরা পালিয়েছেন।