হোম > ছাপা সংস্করণ

ছয়টি বাস নিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, চারটি জব্দ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরের বাঘাব ইউপির একটি কেন্দ্র দখল করতে ছয়টি বাস নিয়ে এসেছিলেন বহিরাগত শতাধিক ব্যক্তি। স্থানীয় ও বিভিন্ন প্রার্থীর লোকজন এ সময় উত্তেজিত হয়ে ওই ছয় বাসে ভাঙচুর চালায়। দুটি বাস পালিয়ে যেতে পারলেও চারটি বাস আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘাব ইউনিয়নের বাঘাব দারুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। তবে বাসগুলো ভর্তি করে কোন প্রার্থী এসব বহিরাগত ব্যক্তিদের ওই কেন্দ্রে নিয়ে এনেছিলেন তা এখনো জানা যায়নি।

এই ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট পাঁচজন প্রার্থী। তাঁদের মধ্যে নৌকা প্রতীকে জহুরুল হক জহির, মোটরসাইকেল প্রতীকে বর্তমান চেয়ারম্যান তরুণ মৃধা, আনারস প্রতীকে জাহিদ সরকার, চশমা প্রতীকে বশির আহমেদ বাবলু ও হাতপাখা প্রতীকে আজিজুল রহমান রয়েছেন।

ভোটগ্রহণ চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে এই কেন্দ্রের উদ্দেশে বাসগুলো আসছিল। বাসগুলোর ভেতরে কমপক্ষে শতাধিক বহিরাগত ব্যক্তি ছিলেন। কেন্দ্রের কাছাকাছি আসার পর তাঁদের কাছে জানতে চাওয়া হয়, কেন এসেছেন তারা? কিন্তু তাঁরা কোন সদুত্তর দিতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক ওই চারটি বাস জব্দ করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক জানান, ‘বাসগুলোতে অবস্থান করা বহিরাগতরা ওই কেন্দ্রটি দখলের উদ্দেশ্যে এসেছিলেন বলে শুনেছি। তবে কে বা কারা এসব বাসে বহিরাগত ব্যক্তিদের নিয়ে এসেছেন তা এখনো জানা যায়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ