মাগুরার মহম্মদপুর উপজেলায় দীর্ঘ ১৯ বছর পর ছাত্রদলের দুই ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুর আমিন শিকদার সজীব ও সদস্যসচিব মো. রজব আলী স্বাক্ষরিত বাবুখালী ইউনিয়ন ও দীঘা ইউনিয়ন কমিটির অনুমোদনকৃত কপি গতকাল রোববার রাতে ফেসবুকে দেওয়া হয়েছে।
বাবুখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী আবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
১ নম্বর বাবুখালী ইউনিয়ন কমিটিতে মো. আল হেলালকে সভাপতি এবং মো. জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অন্যদিকে, দীঘা ইউনিয়ন কমিটিতে শরীফ উদ্দিন লিয়াকতকে সভাপতি ও রফিকুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে সদ্য মনোনীত বাবুখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল হেলাল বলেন, উপজেলা কমিটির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কাজ করে হবে।