সমাজের নানা ধরনের অবক্ষয় সঞ্জিত সরকারের নাটকের উপজীব্য। এরই মধ্যে তাঁর নির্মিত ‘ইতি দুলাভাই’, ‘চিটিং মাস্টার’, ‘মজনু একজন পাগল নহে’, ‘মামার বাড়ির আবদার’, ‘পলাশপুরের নোলক’ ধারাবাহিকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তিনি নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। নাটকটির রচয়িতাও তিনি নিজেই। ধারাবাহিকের চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, সাজু খাদেম ও আ খ ম হাসান। ব্যক্তিজীবনে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। নাটকেও চার বন্ধুর চরিত্রে দেখা যাবে তাঁদের। এরই মধ্যে ধারাবাহিকটির কয়েক লটের শুটিং শেষ হয়েছে। আরও অভিনয় করেছেন ডা. এজাজ, আব্দুল্লাহ রানা, ফারুক আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, নাবিলা প্রমুখ।
গল্প সম্পর্কে জানতে চাইলে সঞ্জিত সরকার বলেন, ‘ঢাকার অদূরে ভাঁদুন গ্রাম। এই গ্রামের সবুজ প্রকৃতি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। শহরের বিত্তবান লোকেরা জায়গা-জমি কিনে বিলাসবহুল রেস্টহাউস তৈরি করছেন। শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। বিভিন্ন জেলা থেকে লোকজন এসে দালাল চক্রের মাধ্যমে বসতি গড়ছেন। তাঁদের চালচলন, কথা বলার ধরন স্থানীয় লোকজনের থেকে একেবারেই আলাদা। তাঁদের মধ্যে ধীরে ধীরে যেমন আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে শুরু করে, তেমনি সামাজিক বৈষম্য, দ্বন্দ্ব, সংঘাতও লেগে থাকে।
১২ মার্চ থেকে আরটিভিতে রাত ১০টায় প্রচার শুরু হবে ধারাবাহিকটি।