হোম > ছাপা সংস্করণ

ফসলি জমির মাটি কাটা বন্ধের দাবি কৃষকদের

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার প্রতিবাদ ও বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। গত শুক্রবার বিকেলে ইউনিয়নের পূর্ব লতব্দীর একটি পতিত জমিতে তাঁরা এই কর্মসূচি করেন। মানববন্ধনে অংশ নেয় এলাকার দুই শতাধিক কৃষক ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই উপজেলার বেশির ভাগ ইটভাটা লতব্দী ও বালুচর ইউনিয়নে। গত কয়েক বছরে লতব্দী ইউনিয়নের উত্তর ও দক্ষিণ পাশের জমির (চক) প্রায় ১ হাজার একর ফসলি জমির মাটি কাটা হয়েছে। জমি থেকে প্রথমে ভেকু মেশিন (স্কেভেটর) দিয়ে মাটি কেটে নেওয়া হয়। পরে সেই জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে জমিগুলোকে খালে পরিণত করে। এই ইউনিয়নের উত্তর ও দক্ষিণ পাশের ফসলি জমির (চক) মাটি কাটা হলেও এখন পর্যন্ত পূর্ব পাশের ফসলি জমির (চক) মাটি কাটা হয়নি। তবে এখন নতুন করে এই জমিতে ভেকু আনা হয়েছে। এই জমিগুলোর মাটি কাটা শুরু হলে দুই বছর পর সব জমি খালে পরিণত হবে। এই ফসলি জমির মাটি কাটা বন্ধে উদ্যোগ নিতে প্রশাসনের কাছে দাবি জানান তাঁরা।

স্থানীয় কৃষক হেলাল খান বলেন, ‘এই চকের কোনো জমির এখন পর্যন্ত মাটি কাটা হয়নি। স্থানীয় বরকত তাঁর নিজের ফসলি জমি কাটা শুরু করছে। একখণ্ড জমি কাটলে পরে আস্তে আস্তে অন্য জমিগুলো ভাঙতে থাকে। পরে জমির মালিকেরা ভাঙনকৃত জমি বাধ্য হয়েই মাটি কাটার চক্রের কাছে বিক্রি করে। এরপর বাকি জমি কিনে নিয়ে তারা এগুলোকে কেটে মাটি বিক্রি করে ফেলে। তাই মাটি বিক্রি করা এবং মাটি কাটা বন্ধ করার দাবি জানাচ্ছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেব। এ ছাড়া আমি যদি হাতেনাতে কাউকে ধরতে পারলে অবশ্যই সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ