সখীপুরে পুকুর থেকে ছালমা আক্তার নামের দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে হাতীবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ছালমা ওই এলাকার ছানোয়ার হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ছালমা বিয়ের আগে থেকেই মানসিক রোগী ছিলেন। কিছুটা ভালো হওয়ার পর তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁর দুটি সন্তান হয়। তাঁর মানসিক অবস্থার আরও অবনতি হওয়ায় আটকে রাখা হতো। রোববার রাত ১টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে তিনি দৌড়ে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গণি বলেন, ইউপি চেয়ারম্যান ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।