হোম > ছাপা সংস্করণ

৬ গ্রামের ভরসা সাঁকো

প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মোহনতলা উচ্চবিদ্যালয় থেকে মোহনতলা বাজারের দূরত্ব ১২৫ মিটার। এখানে সড়ক থাকলেও, বর্ষা মৌসুমে তলিয়ে যায়। ৯ বছর ধরে স্থানীয় বণিক সমিতির উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ৬ গ্রামের ৮-১০ হাজার মানুষ যাতায়াত করে।

উপজেলার কলমা ইউনিয়নের সাপান্ত, বাজুরী, চৌদন্ত, বড়হাটি ও আদমপুর ইউনিয়নের চৌদন্ত বাবুর হাটি, গাজীর হাটি গ্রামের ৮-১০ হাজার মানুষ মোহনতলা বাজার ও সাপান্ত বাজারে হেঁটে যাতায়াত করে। তাদের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। মোহনতলা উচ্চবিদ্যালয়ে কয়েক শ শিক্ষার্থী এই সাঁকো দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। মাঝেমধ্যে পানিতে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা। ভুক্তভোগীদের দাবি ফুটব্রিজ বা উঁচু সড়ক নির্মাণের।

জানা যায়, ৮ থেকে ৯ বছর ধরে মোহনতলা বাজার বণিক সমিতি প্রতি বর্ষায় ৫০-৬০ হাজার টাকা খরচ করে ১২৫ মিটার লম্বা বাঁশের সাঁকো নির্মাণ করেন। পানি শুকিয়ে গেলে এসব বাঁশ ৮-১০ হাজার টাকায় বিক্রি করে দেন। প্রতিবছর বণিক সমিতির খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা।

এলাকাবাসীর দাবি মোহনতলা উচ্চবিদ্যালয় থেকে মোহনতলা বাজার পর্যন্ত ১২৫ মিটার উঁচু সড়ক বা স্থায়ী সাঁকো (ফুটব্রিজ) নির্মাণ হলে ভোগান্তি লাঘব হবে; না হলে প্রতিবছর আর্থিক ক্ষতির সঙ্গে নানা দুর্ঘটনার মুখোমুখি হতে হবে শিক্ষার্থী ও এলাকার বাসিন্দাদের।

স্থানীয় মনোরঞ্জন দাস (৪৭) বলেন, ‘বৃদ্ধ ও শিশুদের চলাচল করতে খুবই সমস্যা হয়। কোনো কোনো সময় শিক্ষার্থীরা বইপত্র নিয়ে পড়ে গিয়ে আহত হয়। একটু জায়গায় উঁচু সড়ক হলে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারব।’

মোহনতলা বাজার বণিক সমিতির সভাপতি কৃঞ্চধন দাস (৬০) বলেন, চলাফেরার জন্য সাঁকো তৈরি করতে ব্যবসায়ীরা প্রতিবছর টাকা দেয়। প্রশাসনের কোনো উদ্যোগ নেই, বারবার বলেও কোনো লাভ হয়নি। আমরা চাই সরকার এখানে উঁচু সড়ক বা ফুটব্রিজ নির্মাণ করুক।

কলমা ইউপি চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস বলেন, এখানে সাবমার্জেবল একটি রোড আছে। তবে বর্ষাকালে চলাচলের জন্য ফুটব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর সুবিধা হতো।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ