অবৈধভাবে অন্যকে দিয়ে গাড়ি চালানোর অভিযোগে ৯ গাড়িচালককে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ৭ জন ভারী ও ২ জন হালকা গাড়ির চালক।
সাময়িক বরখাস্তের পাশাপাশি ডিএসসিসির কর্মচারীদের চাকরি বিধিমালা অনুসারে এই ৯ জনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে বিভাগীয় মামলাও করা হয়েছে। গতকাল সোমবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়।
বরখাস্তকৃত চালকেরা হলেন কাওছার আলী, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, আব্দুল্লাহ, জামাল উদ্দিন, কবির হোসেন, রবিউল আলম, আজিম উদ্দিন ও নুর জালাল শিকদার।
আদেশে জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন এসব চালক বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। সম্প্রতি ময়লার গাড়িচাপায় ছাত্র নিহত হওয়ার পর চালকদের নানা অনিয়মের তথ্য গণমাধ্যমে উঠে আসে।