গৌরনদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা–ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই থানায় মামলা দায়ের করা হয়।
আহত আলী মৃধা (৫০) ও ছেলে রজিম মৃধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরোয়ার মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ওপরে আগে হামলা করেছেন পরে আমরা তাঁদের ওপরে হামলা করি।’
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক কেএম আব্দুল হক বলেন, ‘গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে মামলার আসামি সরোয়ার মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।’