বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়নস। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ইংলিশ ব্যান্ডটি। সেই স্করপিয়নসের সঙ্গে একই মঞ্চে গাইবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ৬ মে এই কনসার্টের আয়োজন করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। ‘দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’টি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
স্করপিয়নসের অফিশিয়াল ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়। সেখানে তারা লেখে, ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনে ঐতিহাসিক কনসার্টের জন্য আমরা প্রস্তুত। ৬ মে অনুষ্ঠিত হবে দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। এখানে বিশেষ অতিথি থাকবে বাংলাদেশের বিশিষ্ট ব্যান্ড ‘‘চিরকুট’’।’
চিরকুট ব্যান্ডের গিটারিস্ট ইমন চৌধুরী বলেন, ‘ব্যান্ড মিউজিকের ইতিহাসে অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়নস ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি কনসার্ট ফর বাংলাদেশে পারফর্ম করবে। চিরকুট তাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে স্টেজ ভাগাভাগি করবে। চিরকুটের ২০ বছর পূর্তি উদ্যাপন এর চেয়ে ভালোভাবে হতে পারে না! আমরা বিশ্বাস করি, এটা পুরো দেশের জন্যই একটা গৌরবের মুহূর্ত। বিশ্বের দরবারে দেশের মশাল বহন করা আমাদের জন্য অনেক বড় দায়িত্ব ও সম্মানের।’