সিলেট জেলা পুলিশ লাইনসের বিভাগীয় পুলিশ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
এইমস হেলথ কেয়ার বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ক্যাম্পে ভারতের চেন্নাইয়ের কাভেরী হাসপাতালের লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এলেনকুমারান, ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট জিবাগান মুরুগেসান ও নিউরোলজি অ্যান্ড স্পাইন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ভুবনেশ্বরী রাজেন্দারন এই সেবা দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নূরুল ইসলাম, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, পুলিশ সদস্য ও জনসাধারণকে উন্নত স্বাস্থ্য সেবা দিতে আগামী দুই দিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন। দুই দিনের এই ক্যাম্পে ৩৬০ জন পুলিশ সদস্য ও ২৫ জন সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পাবেন।