হোম > ছাপা সংস্করণ

বিচারকের স্ত্রীকে উত্ত্যক্ত রেজিস্ট্রারের পিএ ‘আটক’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. আব্দুল বাতেনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে তাঁকে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে নারীঘটিত কারণে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। একজন বিচারকের স্ত্রীকে উত্ত্যক্ত করায় সাইবার ক্রাইম আইনে কর্মকর্তা বাতেন আটক হয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনা নিশ্চিত করেনি।

গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর ঘুরে দেখা গেছে, ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) আব্দুল বাতেন কক্ষে নেই। কয়েকজন স্টাফ কানাঘুষা করছেন। ওই দপ্তরের এমএলএসএস মো. রাসেল বলেন, বাতেন স্যার আসেননি। মোবাইলও বন্ধ। বাড়ি শোলনায়ও খোঁজ নিয়ে পাওয়া যায়নি।

বরিশাল বিশ্ববিদালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দীন জানান, ব্যক্তিগত কর্মকর্তা বাতেন শরীর খারাপ বলে সোমবার দুপুরে চলে যান। মঙ্গলবার কর্মস্থলে আসেননি। কেন আসেননি তা জানেন না, ছুটিও নেননি। আটকের বিষয়টি জানা নেই।

অবশ্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সোমবার সকাল থেকেই বাতেন বিমর্ষ ছিলেন। প্রতিদিন সন্ধ্যার পর গেলেও ওই দিন বেলা ৩টার দিকে কক্ষ থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকদের মাধ্যমে খবর আসে বাতেনকে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। কারণ হিসেবে তাঁরা জেনেছেন, একজন বিচারকের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন বাতেন। ওই নারী সাবধান করলেও সংশোধন না হওয়ায় সাইবার ক্রাইম আইনে অভিযোগ দেওয়ায় বাতেনকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনকে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি।

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া নিয়োগ বোর্ডে থাকায় কথা বলতে পারছেন না বলে জানান।

প্রক্টর ড. খোরশেদ আলম জানান, বিষয়টি তিনি জানেন না, রেজিস্ট্রার দপ্তর বলতে পারবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, তাঁর থানায় এমন কেউ আটক নেই। অন্য কোনো থানা কিংবা গোয়েন্দা বিভাগ করতে পারে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ