বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে বোধিপ্রিয় চাকমা (৩০) নামে এক পল্লি চিকিৎসক চিকিৎসাধীন আছেন। আহত বোধিপ্রিয় জেলার সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের নতুন চাকমা পাড়ার বাসিন্দা।
গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত বোধিপ্রিয় চাকমাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী লোহাগাড়ায় ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, শনিবার সকালে টংকাবতীর নতুন চাকমা পাড়ায় অস্ত্রধারীরা বোধিপ্রিয় চাকমার ঘরে গিয়ে তাকে গুলি করলে তিনি মারাত্মক আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টংকাবতী ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন গতকাল দুপুরে আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা বোধিপ্রিয় চাকমার ঘরে ঢুকে সামনে থেকে গুলি করে বলে তিনি পাড়ার লোকজন থেকে জেনেছেন। আহত বোধিপ্রিয় চাকমা একজন পল্লি চিকিৎসক। গুলিবিদ্ধ বোধিপ্রিয় চাকমাকে চমেক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, টংকাবতীতে এক ব্যক্তি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন বলে জেনেছেন। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।