সিলেটে ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। টানা দুই সপ্তাহের বেশি সময় পর আবার করোনায় কেউ মারা গেলেন। এ সময়ের মধ্যে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ। সব মিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৯২। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় ১৩ জনসহ আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ৪২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, এর মধ্যে চারজন সিলেটের এবং অপরজন মৌলভীবাজারের বাসিন্দা। মৃত ব্যক্তি সুনামগঞ্জের বাসিন্দা। গত ১৬ নভেম্বর সিলেটে তিনজন মারা গিয়েছিলেন। তাঁকে নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা এখন ১ হাজর ১৮১।
এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮৭ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন মারা গেছেন।