পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার একদিন পরেই গতকাল সোমবার ফের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ওই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। আগের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৯৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করেছে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ হাজার ৪৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ওই দিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১৫ কোম্পানির এবং কমেছে ২২৭টি কোম্পানির। এ ছাড়া ৩১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়তে দেখা গেছে।