অনুষ্ঠিত হয়ে গেল টেলিভিশন দুনিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ডস’-এর এবারের আসর। গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর এবার এমি পুরস্কারেও বাজিমাত করেছে ‘সাকসেশন’ ও ‘দ্য বিয়ার’। সর্বোচ্চ ছয়টি করে পুরস্কার পেয়েছে সিরিজ দুটি।
গত বছরের সেপ্টেম্বরে এই অ্যাওয়ার্ড আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হলিউডে অভিনেতা ও লেখকদের ধর্মঘটের কারণে জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছিল অনুষ্ঠানটি। ১৫ জানুয়ারি রাতে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল এমি অ্যাওয়ার্ডসের ৭৫তম আসর।
এই সিরিজের মূল চরিত্রে অভিনয়ের জন্য এমিতে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেতা কিয়েরান কুলকিন ও অভিনেত্রী সারা স্নুক।
এমির মতো গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসেও সেরা হয়েছেন এই দুই অভিনয়শিল্পী। সেরা কমেডি সিরিজের পুরস্কার ঘরে তুলেছে এফএক্সের ‘দ্য বিয়ার’। নেটফ্লিক্সের ‘বিফ’ জিতে নিয়েছে সেরা অ্যানথোলজি সিরিজের পুরস্কার।