কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলায় মো. শহিদুল্লাহ (৪২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাত ১১টার দিকে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তার মো. শহিদুল্লাহ মহেশখালীর কালারমারছড়ার সোনারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আলাউদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় ১৭ নম্বর আসামি।
র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৫ নভেম্বর কালারমারছড়া ইউনিয়নের ছামিরা ঘোনা সড়কের মাথায় আলাউদ্দিনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৬ নভেম্বর নিহতের ভাই সুমন উদ্দিন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।