হোম > ছাপা সংস্করণ

নৌকার পক্ষে কাজ না করায় হামলা-ভাঙচুর

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক গেন্দু মাতব্বর ও তাঁর পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। হারুকান্দি ইউপির চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

জানা গেছে, হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউপির ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গেন্দু মাতব্বর। তিনি গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী শেখ মোশরফের পক্ষে কাজ না করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামন চুন্নুর পক্ষে কাজ করেন। এতে ক্ষিপ্ত হন নৌকার প্রার্থী শেখ মোশারফ ও তাঁর সমর্থকেরা। ভোটের দিন গভীর রাতে গেন্দু মাতব্বরের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

এরপর গত ৮ জানুয়ারি সকালে শেখ মোশারফ ও সাবেক চেয়ারম্যান রহিম বিশ্বাস ৭০-৮০ জন লোক নিয়ে তাঁর বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় গেন্দু মাতব্বরের পুত্রবধূর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। করা হয়।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন বলেন, ‘গেন্দু মাতব্বর নিজেই গাছপালা কেটে ও বাড়িঘর ভাঙচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন।’

হরিরামপুর থানার ওসি সৈয়দ মো. মিজানুর রহমান, বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ