রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৬ই ডিসেম্বরকে ‘মহান স্বাধীনতা দিবস’ উল্লেখ করে একটি নোটিশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে হলের এই বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর বিজ্ঞপ্তিটি সংশোধন করে নতুন করে প্রকাশ করে হল কর্তৃপক্ষ।
নোটিশে উল্লেখ করা হয়, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং ৭টা ৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘রওশন জাহিদ বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁর কাছে এ রকম ভুল আশা করা যায় না।’
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ বলেন, ‘আমরা নোটিশটি সরিয়ে নিয়েছি এবং সংশোধিত নোটিশ প্রকাশ করেছি।’