হোম > ছাপা সংস্করণ

চট্টগ্রাম থেকে প্রীতিলতার প্রচার শুরু

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতের স্বাধীনতাসংগ্রামে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কথা প্রায় সবারই জানা। প্রীতিলতার আত্মাহুতির প্রায় ৯০ বছর পর এই প্রথম তাঁকে নিয়ে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হয়েছে। সিনেমার নাম ‘বীরকন্যা প্রীতিলতা’, বানিয়েছেন প্রদীপ ঘোষ। এতে প্রীতিলতা হয়ে হাজির হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। নভেম্বরের তৃতীয় অথবা শেষ সপ্তাহে মুক্তি পাবে দেশজুড়ে। তার আগে আগামীকাল শুরু হচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’র আনুষ্ঠানিক প্রচার।

নির্মাতা প্রদীপ ঘোষ জানিয়েছেন, প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকেই শুরু হচ্ছে সিনেমার প্রচারের কাজ। আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারও থাকবেন অনুষ্ঠানে।

এরপর ৫ নভেম্বর ঢাকার জাতীয় জাদুঘরে প্রকাশ করা হবে ‘বীরকন্যা প্রীতিলতা’র ট্রেলার ও একটি গান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমাটির প্রচারণার পরিকল্পনা করেছেন নির্মাতা। প্রদীপ ঘোষ জানিয়েছেন, শিক্ষার্থীরা যাতে সিনেমাটি সহজে দেখতে পারে, সে জন্য বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন তাঁরা। যেকোনো হলে শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম অর্ধেক রাখার কথা ভাবা হয়েছে।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে তৈরি হয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি। পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ‘প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছেন এ উপমহাদেশের প্রথম নারী শহীদ। সেই ১৯৩০-এর দশকের যে আগুন সময়, সেই সময়ে নারীরা যে বড় বিদ্রোহ করতে পারে, একটা ভয়াবহ যুদ্ধে শামিল হতে পারে; প্রীতিলতার সেই শক্তি-সাহসের গল্পটিই আমরা এখানে তুলে এনেছি।’

বীরকন্যা প্রীতিলতার শুটিং শুরুর আগে প্রস্তুতির জন্য কয়েক মাসের বিরতি নিয়েছিলেন তিশা। তিনি বলেন, ‘যেকোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে অনেক বড় একটা দায়িত্ব কাঁধে চলে আসে। প্রীতিলতা কী করেছেন, তা জানতাম কিন্তু তিনি কীভাবে কথা বলতেন, কীভাবে চলতেন—এসব বিষয়ে অবগত নই। ওই সময়ের কোনো ভিডিও রেফারেন্সও নেই। ফলে এ চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন ছিল। তবে আমরা সবাই মিলে নিখুঁত কিছু করার চেষ্টা করেছি।’

প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকেই শুরু হচ্ছে সিনেমার প্রচারের কাজ। আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ