হোম > ছাপা সংস্করণ

অটোভ্যানকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। তা ছাড়া অটোভ্যানের চালকসহ আহত হয়েছেন আরও দুজন।

গতকাল বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীকোলা গ্রামের রুবেল হোসেন (২০) ও ফরজ আলী (৪৫)।

এদিকে ঘটনার পর থেকে ঢাকা-পাবনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কয়েক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। এতে ঢাকা-পাবনা মহাসড়কের দুই লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে উপজেলার শ্রীকোলা পূর্বপাড়া এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোভ্যান শ্রীকোলা মোড়ে পৌঁছায়। সে সময় পাবনাগামী একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও দুজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে ফেলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ