হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্য কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত

ভূঞাপুর প্রতিনিধি

সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভূঞাপুরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অপসারণের দাবিও করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী ও টাঙ্গাইলের সাংবাদিকনেতারা। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর থানায় সামনে শেষ হয়। সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ভূঞাপুর প্রেসক্লাবে আলোচনা সভা থেকে আজ সোমবার সকাল ১১টায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ গত শনিবার বিকেলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নির্বাচনী সহিংসতায় আহত রোগীরা চিকিৎসা নিতে আসেন। এ সময় আনন্দ টেলিভিশনের সাংবাদিক আল আমিন শোভন তথ্য সংগ্রহ করতে হাসপাতালে যান। পরে মুমূর্ষু এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ মুমূর্ষু ওই রোগীর সঙ্গে টাঙ্গাইলে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠেন। তখন মুমূর্ষু ওই রোগীর অ্যাম্বুলেন্সে ওঠানোর দৃশ্য ধারণ করতে গেলে ডা. মহীউদ্দিন সাংবাদিক শোভনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ