কুমিল্লায় বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। গতকাল শনিবার বিকেলে নগরীর রামঘাটের দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে এ প্রতিবাদ মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিবাদ সভা ও মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু। এ সময় যুবলীগ নেতা গাজী মনির মো. জালাল উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, আব্দুল আজিজ, শাহ আলম, হানিফুল ইসলাম রনি, নাজমুল হোসেন, আক্তার হোসেন, ফিরোজ রহমান রাসেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের নেতা ও কুমিল্লা সরকারি কলেজের সাবেক জিএস আতিকুর রহমান খাঁন পিন্টু বলেন, বিএনপি-জামায়াত বিদেশে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপতৎপরতা জ্বালাচ্ছে। তাদের সরকার পতনের দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের যে কোনো ষড়যন্ত্র যুবলীগ রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।