হোম > ছাপা সংস্করণ

আগুনে ক্ষতিগ্রস্তেরা অর্ধাহারে-অনাহারে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামের আগুন লেগে পুড়ে যাওয়া চারটি পরিবার এখন খাদ্য সংকটে ভুগছে। এলাকাবাসীর সহযোগিতায় ধীরে ধীরে এগিয়ে চলেছে তাঁদের গৃহ নির্মাণের কাজ। ঘর নির্মাণের জন্য ব্যস্ত থাকায় জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না। ফলে অর্থাভাবে তাঁদের খাদ্য সংকট দেখা দিয়েছে।

রোববার সকালে আব্দুল লতিফ লাইফা নামের এক আওয়ামী লীগ নেতা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন অনাহারে দিন কাটাচ্ছে। গ্রামবাসীর সহযোগিতায় তাঁরা ঘর নির্মাণ করছেন। কাজ না থাকায় তাঁদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। যদি কেউ খাবার দিতেন তাহলে ভালো হতো।

গত মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামে জ্বলন্ত চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি টিনশেডের দোচালা ঘর ও ঘরে থাকা সব আসবাব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন, গ্রামের মৃত হাসেম আলীর চার ছেলে ময়েন আলী খাঁ (৪০), চয়েন আলী খাঁ (৩৫), জয়নাল আলী খাঁ (৩২) ও বাবু আলী খাঁ (৩০)। তাঁরা পেশায় জেলে ও দিনমজুর।

আগুন লাগার খবর শুনে ঘটনার দিন ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান।

ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সহায়তা করা হয়েছিল। প্রয়োজন হলে আরও খাবার দেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ