হোম > ছাপা সংস্করণ

বিজয়নগরে আ.লীগের ১৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৭ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

বহিষ্কৃত নেতারা হলেন পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম, উপদপ্তর সম্পাদক আল আমিন ভূইয়া, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফয়েজ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজীন বণিক, চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ভূইয়া।

এ ছাড়া পাহাড়পুরের জসিম উদ্দিন মলাই, হরষপুরের মো. শাহজাহান, বিষ্ণপুরের জসিম উদ্দিন চৌধুরী, চরইসলামপুরের মোহাম্মদ সানাউল্লাহ, পত্তনের সামছুল আলম, চম্পকনগরের আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরের আকতার হোসেন, জিয়াউল হক বকুল এবং বুধন্তি ইউনিয়নের দেলোয়ার হোসেন খান ও মোবারক হোসেন, সিংগারবিল ইউনিয়নের আল আমিনকে বহিষ্কার করা হয়।

তারা সবাই নিজ নিজ এলাকায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার আজকের পত্রিকাকে বলেন, বিজয়নগরের ১০ ইউপিতে অনেকেই বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। দলের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করার পরও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর বিজয়নগর উপজেলার ১০টি ইউপিতে ভোটগ্রহণ হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ