পশ্চিমবঙ্গের কমার্শিয়াল সিনেমার সফল জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। গতকাল এই জুটির আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। নাম ‘শুভ বিজয়া’। বনি-কৌশানিকে এই প্রথম দেখা যাবে কমার্শিয়াল সিনেমার বাইরে। এ প্রসঙ্গে বনি বলেন, ‘এটা পরিবারকেন্দ্রিক গল্পের সিনেমা। স্টোরি লাইনটা খুব ভালো। ক্যারিয়ারে বৈচিত্র্য আনার ইচ্ছা থেকেই এই সিনেমায় যুক্ত হওয়া।’
অন্যদিকে কৌশানি বলেন, ‘আমি কমার্শিয়াল কিংবা প্যারালাল সিনেমার মধ্যে তফাত করি না। আমার কাছে গল্প অনুযায়ী অভিনয়টাই আসল। এই সিনেমার উইমেনসেন্ট্রিক কনসেপ্ট আমাকে টেনেছে। এতে আমার চরিত্র উমা খুব নরম, ব্যালেন্সড এবং পরিণত। যার ওপর একটা সংসার চলছে। বিদেশ থাকে, দেশে এসে পরিবারের দায়িত্ব নেয়।’ বেশ সময় নিয়েই এ সিনেমার ডাবিং করেছেন অভিনেত্রী কৌশানি। শুধু তা-ই নয়, অভিনয়ের জন্য ওয়ার্কশপও করেছেন।
রোহান সেন পরিচালিত এই সিনেমার গল্প উত্তর কলকাতার এক বনেদি পরিবারকে কেন্দ্র করে। যৌথ পরিবারের ভাঙা-গড়া প্রাধান্য পেয়েছে গল্পে। এতে আরও রেয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁরা এই বাড়ির অভিভাবক। তাঁদের ছেলে বনি আর ছেলের বউ কৌশানি। অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, মধুরিমা বসাক, দেবতনু, অমৃতা দে প্রমুখ।