বাংলাদেশের আবহাওয়া ও মাটির কারণে আলুর ব্যাপক ফলন হচ্ছে। তাই আলু রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আলু রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে মতবিনিময় সভায় এসব কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘আলু রপ্তানির জন্য খসড়া রোডম্যাপ প্রণয়ন করেছে সরকার। সকল সমস্যা নিরসনে কাজ চলছে। এত দিন আলুর ভালো জাতের অভাব ছিল বলে উৎপাদন কম হতো। রপ্তানি সম্ভব হতো না।’
সভায় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. ইউসুফ, আলু রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুল কাদের প্রমুখ।
প্রতিনিধিরা জানান, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে রাশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে পুনরায় আলু রপ্তানি করা সম্ভব হবে।