বিশ্বব্যাপী ৩৪ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যা হাজির হয়েছে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে।
সংশ্লিষ্টদের বরাতে সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই প্রকল্প ডিজিটাল খাত, পরিবহন, জলবায়ু এবং জ্বালানি স্কিমের ওপর ‘কংক্রিট’ একটি ধারণা তৈরি করবে, যা আফ্রিকা এবং অন্যত্র চীনা প্রভাব মোকাবিলায় পশ্চিমা বিশ্বের প্রচেষ্টার অংশ হিসেবেই বিবেচিত হবে।
যদিও ‘গ্লোবাল গেটওয়ে’ নামক এই প্রকল্পের বিষয়টি জানানোর সময় চীনের নাম এড়িয়ে গেছে ইউরোপীয় কমিশন।
চীনের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ। তবে বেইজিংয়ের এই পদক্ষেপ বিভিন্ন সময় ‘ঋণ-ফাঁদ কূটনীতি’ হিসেবে সমালোচিত হয়েছে।