পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহণে একটি শোভযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে প্রতিবন্ধীদের গুন গত শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সারা দেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়ে বিলম্বে স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবি তুলে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তানিয়া আক্তার, শিক্ষক মিঠুন কুমার, জাহিদুল ইসলাম, রোজিনা আক্তার, অপর্ণা রানী, জান্নাতি আক্তার, আমানী আক্তার, জিনাত সুলতানা, অভিভাবক রশিদ জোমাদ্দার, পিয়ারা বেগম প্রমুখ।
এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর রিকল–২ প্রকল্পের আওতায় ও অক্সফ্যাম বাংলাদেশ এর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।