হোম > ছাপা সংস্করণ

নরসিংদীতে রিয়াজ উদ্দিনের দ্বিতীয় জানাজা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীর গ্রামের বাড়িতে একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটায় উপজেলার নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পরে তৃতীয় জানাজার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে আবারও ঢাকায় নেওয়া হয় এই বর্ষীয়ান সাংবাদিকের মরদেহ।

সর্বস্তরের সাধারণ মানুষ তার জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মরহুমের ভাই জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ জেলা বিএনপির নেতারা ও সর্বস্তরের সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা জানাজায় অংশ নেন।

গত শনিবার দুপুর দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ মারা যান।

সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সাংবাদিকতা জীবনে রিয়াজ উদ্দিন আহমেদ ডেইলি স্টারের উপ-সম্পাদক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সম্পাদক, ডেইলি টেলিগ্রাফের সম্পাদক ও নিউজ টুডের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি ফিন্যান্সিয়াল হেরাল্ড পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ