হোম > ছাপা সংস্করণ

দলীয় মনোনয়ন ছাড়া নির্বাচনের আবেদন

নোয়াখালী প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং পৌর নির্বাচনে দলীয় মনোনয়নের পরিবর্তে উন্মুক্ত নির্বাচন চেয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। এই দাবি জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে চিঠি দিয়েছেন তিনি।

দলের সভানেত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো ওই চিঠি গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার হাতে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন এই সাংসদ।

জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠিতে একরামুল করিম চৌধুরী উল্লেখ করেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল দেশব্যাপী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বর্জন করেছে। এ ক্ষেত্রে দলগত মনোনয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও অন্তর্কোন্দল সৃষ্টি হচ্ছে। তাতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করা হচ্ছে। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্তাক্ত সংঘাত থেকে মুক্তির প্রত্যাশায় উন্মুক্তভাবে (স্বতন্ত্র) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আবেদন জানান তিনি।

চিঠিতে এই সাংসদ আরও উল্লেখ করেন, দুঃখজনক হলেও সত্যি, ওই সব রাজনৈতিক দলগুলোর চক্রান্তে ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী মৃত্যুবরণের পাশাপাশি অনেকে আহত হয়েছেন। এসব গোলযোগে বিএনপিসহ নির্বাচন বর্জন করা অন্য কোনো দলের কেউ হতাহত হয়নি। আহত ও নিহতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

এ বিষয়ে একরামুল করিম চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে সংঘাত-সহিংসতার কারণে প্রাণহানির মতো ঘটনা ঘটছে। তাই সংসদীয় এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত মনোনয়নের জন্য আমাদের সভানেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ