বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। ধীরে ধীরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন। বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বাসভাড়া হাফ দিতে গেলে বাসের হেলপার-চালকেরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক সময় ছাত্রীদের সঙ্গে অনেক খারাপ কথা বলে। আমরা চাই, এই বিষয়টির সমাধান হোক।’
লালমাটিয়া গার্লস কলেজের শিক্ষার্থী তামান্না ইসলাম অমি বলেন, ‘আমাদের দাবি, বাসভাড়া হাফ পাস করে দেওয়া হোক। শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে যে হাফ ভাড়ার রেওয়াজ আছে সেই নিশ্চয়তা চাই। তা না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই পরিবহন শ্রমিকেরা খারাপ আচরণ করছেন। বাসের হেলপার ও চালকদের দ্বারা ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার বন্ধে সব রকম আইনানুগ ব্যবস্থাও নিতে হবে।’