পাথরঘাটায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১টার দিকে বাড়ির সামনের পুকুর থেকে আব্দুর রহমানকে ভাসমান অবস্থায় উদ্ধার করে তার মা ফাতিমা বেগম।
আব্দুর রহমান সৌদিপ্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।
আব্দুর রহমানের মামা দেলোয়ার হোসেন জানান, আব্দুর রহমান তাঁর ছেলে ওমর ফারুকের সঙ্গে খেলছিল। ওমর ফারুক খেলা শেষে বাড়িতে চলে আসলেও আব্দুর রহমান বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি করে তার মা। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তাকে ভাসমান অবস্থা দেখে তার মা ডাকচিৎকার করেন। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।