পুরোনো বিলের ক্ষেত্রে আগের নিয়মে আয়কর কেটে নেওয়াসহ বিভিন্ন দাবিতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেছেন সরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্ত ঠিকাদারেরা।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর এলজিইডি ঠিকাদার সমিতি, জেলা পরিষদ, সিলেট সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারেরা। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মাহফুজুর রহমান।
স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নিরেশ দাস, সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সহসভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার সেলিম আহমদ প্রমুখ।