মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় মমতাজ হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বেলবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার পরও পায়রাবন্দ ও ভাংনী ইউনিয়নে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ওই এলাকার সচেতন মহল।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সতর্ক করার পরও যাঁরা অবৈধভাবে বালু উত্তোলন করবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।