হোম > ছাপা সংস্করণ

যুবদল-ছাত্রদলের নেতার ওপর ছাত্রলীগের হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা যুবদল নেতা রাকিবুল ইসলাম বাবু ও জেলা ছাত্রদল নেতা আব্দুল খালেক শুভর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন যুবদল নেতা বাবু এবং ছাত্রদল নেতা শুভ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন শেষে ফেরার পথে এ হামলা হয় বলে জানান তাঁরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠের সামনে এ হামলার ঘটনা ঘটে।

যুবদল নেতা বাবু এবং ছাত্রদল নেতা শুভ জানান, কর্মসূচি থেকে ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থামিয়ে তাঁদের দুজনকে লোহার রড ও কাঠের টুকরো দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে মারাত্মকভাবে আহত হন তাঁরা। পরে তাঁদের ফেলে রেখে পালিয়ে যান আক্রমণকারীরা। স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য সদর হাসপাতালে গিয়ে ভর্তি হন তাঁরা। হামলায় রাকিবুল ইসলাম বাবুর মাথায় ১১টি এবং আব্দুল খালেক শুভর মাথায় ৫টি সেলাই করা হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি রাকিবুল ইসলাম বাবু বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি শেষে শহরে ব্যক্তিগত কাজে যাই। সেখান থেকে মোটরসাইকেলে করে আমি এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক শুভ বাড়ি ফিরছিলাম। সরকারি দেবেন্দ্র কলেজের দক্ষিণ-পূর্বপাশে আসা মাত্র পেছন দিক থেকে ২৫-৩০ জন ছাত্রলীগের নেতা-কর্মী লোহার রড দিয়ে আঘাত করে আমাদের ফেলে দেয়। আমরা দুজন চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাই। এরপর তাঁরা আমাদের দুজনকে ১০-১৫ মিনিট ধরে লোহার রড দিয়ে মারতে থাকে। একপর্যায়ে আমাদের আশঙ্কাজনক অবস্থায় সেখানে ফেলে রেখে চলে যায় তাঁরা।

মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের স্টাফ মো. মোস্তফা বলেন, ‘আহতদের মাথায় বেশ কিছু সেলাই পড়েছে। বাবুর মাথায় ১১টি সেলাই এবং শুভর মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার জন্য তাঁদের হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।’

জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজীব এ বিষয়ে বলেন, ‘যুবদল নেতা বাবু ও ছাত্রদল নেতা শুভকে অমানবিকভাবে পেটানো হয়েছে। সারা দেশেই ছাত্রলীগের এমন তাণ্ডব চলছে। আমরা ছাত্রলীগের এসব হামলার তীব্র নিন্দা জানাই।’

জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা যুবদল-ছাত্রদল নেতাদের পিটিয়েছে। এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমন বলেন, ‘আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। সেই আনন্দে দেবেন্দ্র কলেজসহ জেলার সাতটি উপজেলায় ছাত্রলীগের আনন্দ মিছিল হয়েছে। আমরা এসব নিয়ে ব্যস্ত ছিলাম। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী তাঁদের ওপর হামলা করেনি।’

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, ‘এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ