খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাধীনতা পদক প্রাপ্ত চিকিৎসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনের পক্ষ থেকে উপজেলার কাচিনীয়া বাজার শহীদ মিনারে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার রায় ও আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার প্রমুখ।