দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি এলাকায় পাওয়া গেছে আড়াই কোটি বছর আগেকার একটি ইগলের জীবাশ্ম। ২০১৬ সালে দেশটির লেক পিনপা এলাকা থেকে এটি পেয়েছিলেন জীবাশ্মবিদেরা। এবার জানা গেল, আড়াই কোটি বছর আগেকার এই ইগল পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিকারি পাখির একটি।
হিস্টোরিক্যাল বায়োলজি বলছে, নতুন এ প্রজাতির নাম আর্কাহিরাক্স সিলভেস্ট্রিস। সাধারণ ইগলের চেয়ে এটি কিছুটা ছোট। তবে এর পা বেশ বড় ছিল। ছোট পাখি এবং স্তন্যপায়ী খেয়ে বেঁচে থাকত। দেশটির বিজ্ঞানীরা বলছেন, অস্ট্রেলিয়া একসময় জীববৈচিত্র্যের আধার ছিল। এই ইগলই এর প্রমাণ।