হোম > ছাপা সংস্করণ

মাদারগঞ্জে ভোট পুনর্গণনার দাবি

মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে একটি ওয়ার্ডের ভোট পুনর্গণনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

গত সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার আদারভিটা ইউপির ১ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী কামাল উদ্দিন প্রামাণিকের পক্ষে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে আদারভিটা ইউপির ১ নম্বর ওয়ার্ডের ভোট গণনায় কারচুপি ও জালিয়াতির অভিযোগ উঠে। পরে পরাজিত সদস্য পদপ্রার্থী কামাল উদ্দিন প্রামাণিকের নেতৃত্বে সহস্রাধিক নারী-পুরুষ এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন- আদারভিটা ইউপির ১ নম্বর ওয়ার্ডে পলিশা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ফুটবল মার্কার প্রার্থীকে জয়ী করা হয়েছে। কামাল উদ্দিন প্রামাণিক মোরগ প্রতীকে বিপুল পরিমাণ ভোট পেলেও ভোট গণনায় কারচুপি করা হয়। আমাদের এজেন্টকে জিম্মি করে মোরগ প্রতীকের ভোটের ওপর ফুটবল প্রতীক বসিয়ে ফুটবলের পাল্লা ভারী করা হয়। বিষয়টি দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাসহ উপস্থিত সকলকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে ফুটবল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে ফলাফল প্রকাশ করে। আমরা আবার ভোট গণনার দাবি জানালেও কর্মকর্তারা বিষয়টি আমলে নেননি। শেষ পর্যন্ত পুলিশের পাহারায় ব্যালট বাক্স নিয়ে কেন্দ্র ত্যাগ করেন কর্মকর্তারা। মানববন্ধনে বক্তারা পুনরায় ভোট গণনার জন্য নির্বাচনের কমিশনের প্রতি অনুরোধ জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ