হোম > ছাপা সংস্করণ

অনলাইনে নেওয়া হচ্ছে ভূমি কর

প্রতিনিধি, কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ সেবা চালু হয়েছে। এ জন্য উপজেলার দুটি ভূমি অফিসের আওতাধীন তহসিল অফিসগুলোতে চলছে অনলাইনে ডেটা এন্ট্রির কার্যক্রম।

গতকাল সোমবার সকালে উপজেলার জিনজরা এলাকায় রোহিতপুর তহসিল অফিসে গিয়ে দেখা যায়, ভূমি মালিকদের তথ্য ও হোল্ডিং পরিচয় অনলাইনে এন্ট্রি দেওয়া হচ্ছে। রোহিতপুর তহসিল অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন এসব কর্মকাণ্ড সার্বিক পর্যবেক্ষণ করছেন।

জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, ‘আমরা অনলাইনে ডেটা এন্ট্রির কাজ করছি। ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে হলে প্রথমে ভূমি মালিকের ছবি ও আইডি কার্ড দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হয়। পরে সেই আইডিতে ডেটা ইনপুট দিতে হয়। শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে ভূমি মালিকদের সহযোগিতা প্রয়োজন।’

কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন বলেন, ‘আমরা শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ জন্য প্রয়োজন উপজেলার সকল ভূমি মালিকদের তথ্য অনলাইনে এন্ট্রি করা। অনলাইনে শতভাগ তথ্য এন্ট্রি হয়ে গেলেই আমরা শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে পারব। তবে ইতিমধ্যে যাদের তথ্য এন্ট্রি হয়ে গেছে তারা অনলাইনে কর প্রদান করতে পারবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ