কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ভুলে এককাট্টা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
গত শনিবার বাহাগিলী ইউনিয়নের নওদার বাজারে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান শাহ্ দুলুকে নৌকা প্রতীকে বিজয়ী করতে একাত্মতা ঘোষণা করেন তাঁরা।
এতে বক্তব্য দেন, যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. আবুল কালাম বারী পাইলট, চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক প্রমুখ।