মাদারীপুর সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের চর নাচনা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুনে পুড়ে গেছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, শনিবার সন্ধ্যা ৭টা দিকে আশ্রয়ণ প্রকল্পের একটি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় মুহসিন উদ্দিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছাতে বিলম্ব হওয়ায় আগুনে সব পুড়ে যায়।’
ফায়ার সার্ভিস ওয়্যারহাউস পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ১০টি ঘর পুড়ে গেছে। আমাদের ধারণা, চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’