হোম > ছাপা সংস্করণ

‘কুমিল্লাকে অশান্ত করার চেষ্টা চলছে’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ঘিরে ষড়যন্ত্রের শেষ নেই। বারবার পরিকল্পিতভাবে কুমিল্লাকে অশান্ত করার চেষ্টার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি গতকাল শুক্রবার কুমিল্লা নগর মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার প্রধান আসামি শাহালমের ‘বন্দুকযুদ্ধে’ নিহতের প্রতি ইঙ্গিত করে সাংসদ বলেন, ‘একজন মাদক কারবারির নেতৃত্বে কুমিল্লার একজন জনপ্রিয় কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। এই মাদক কারবারি দ্বিতীয়বার এ ঘটনা যাতে না ঘটাতে পারে পুলিশ সে ব্যবস্থা করেছে। এ জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্র এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এর আয়োজক ছিল।

স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক মো. শওকত ওসমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন, পেইজ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মো. লোকমান হাকিম। সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা সৈমেন রায়।

অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধীকে ২০টি হুইলচেয়ার এবং তিনজন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল ছড়ি দেওয়া হয়। এ ছাড়া প্রধান অতিথি সাংসদ বাহার কুমিল্লা ধর্মসাগরপাড় প্রতিবন্ধী স্কুলসহ তিনটি প্রতিষ্ঠানে তিন লাখ টাকা অনুদান দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ