শেরপুরের ঝিনাইগাতীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৬ প্রার্থীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় পঞ্চম ধাপে সাতটি ইউনিয়ন পরিষদে আগামী ৫ জানুয়ারি নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। তবে এ প্রচারণায় কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে প্রতীক বরাদ্দ পাওয়ার পর শোভাযাত্রা ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে প্রচার, সভা-সমাবেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে খাদ্য সরবরাহ, প্রতীকের তোরণ বানিয়ে আলোকসজ্জা। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের তরফ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ জন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীকে ১৬টি মামলায় মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।