হোম > ছাপা সংস্করণ

গরমে ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গরম পড়তে শুরু করেছে। এ সময় আরাম দেয় ঢিলেঢালা পোশাক। একটা সময় ফিটিং জামাকাপড়ের দাপট থাকলেও গত কয়েক বছরে ঢিলেঢালা পোশাক তরুণদের কাছে জনপ্রিয়তা পেয়েছে বেশ। কামিজ, কুর্তা বা ওয়স্টার্ন পোশাকের ক্ষেত্রে নারীরা পছন্দ করছেন লুজ ফিটিংয়ের জামাকাপড়। অন্যদিকে পুরুষেরাও গরমে পছন্দ করেন ঢিলেঢালা ফতুয়া, পাঞ্জাবি ও শর্ট স্লিভের শার্ট।

আরাম ও স্ব্যচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এনেছে নারী ও পুরুষ উভয়ের পোশাক। গরমে চোখের আরামের জন্য কাপড়ের রং বাছাইয়ের ক্ষেত্রেও প্রাধান্য দিয়েছে তারা।

ফ্যাশন ব্র‍্যান্ড সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইন শামীম রহমান বলেন, ‘গরমে পরার উপযোগী করে পুরুষদের জন্য আমরা টি-শার্ট, শর্ট স্লিভ শার্ট, ফতুয়া, থ্রি কোয়ার্টার, শর্টস রেখেছি। এদিকে নারীদের জন্য রয়েছে হালকা রঙের ঢিলেঢালা কামিজ ও কাফতান। মোটকথা সবার জন্য ঢিলঢালার মধ্যে পোশাক নকশা করার চেষ্টা করেছি। গরমের জন্য নীল, অফ হোয়াইট ও লেমন রংকে এবার প্রাধান্য দেওয়া হয়েছে।’ আর কাপড় হিসেবে নারী-পুরুষ সবার জন্য সুতি ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

ফ্যাশন ব্র‍্যান্ড ইয়েলোর ডিজাইনার এ কে ওয়াসিম উদ্দীন আহমেদ বলেন, ‘গরমের দিন পুরুষের ক্ষেত্রে হাফ ও ফুলস্লিভ চেক শার্ট দুটোই বেশ চলে। আর কাপড়ের ক্ষেত্রে আমরা বেশির ভাগ সময়ই কটন বেজড ফেব্রিক ব্যবহার করতে চেষ্টা করি। কাপড়টা সুতি হলে পরতেও আরাম হয়। আর রংটা হালকা রাখার চেষ্টা করি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ