হোম > ছাপা সংস্করণ

মারাঠিতে অভিষেকেই বাজিমাত

রীতেশ দেশমুখের সঙ্গে বিয়ের পর অভিনয়ে আর দেখা যায়নি বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকে। সর্বশেষ বড় পর্দায় তাঁকে দেখা গেছে দশ বছর আগে। দীর্ঘ বিরতি কাটিয়ে ফের অভিনয়ে ফিরেছেন জেনেলিয়া। তবে বলিউডে নয়, স্বামী রীতেশ দেশমুখের পরিচালনায় মারাঠি সিনেমা ‘বেদ’ দিয়ে ফিরেছেন তিনি। সহশিল্পী হিসেবেও পেয়েছেন জীবনসঙ্গীকে। একই সঙ্গে এই সিনেমা দিয়ে মারাঠি ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে তাঁর। আর অভিষেকেই বাজিমাত করেছেন জেনেলিয়া।

১৫ কোটি রুপি বাজেটের সিনেমা ‘বেদ’ প্রথম সপ্তাহেই আয় করেছে ২০ কোটি রুপির বেশি। করোনা পরিস্থিতির পর প্রথম সপ্তাহ শেষে এটিই মারাঠি সিনেমার সর্বোচ্চ আয়।

২০১৯ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘মাজিলি’র মারাঠি রিমেক এটি। কাকতালীয়ভাবে মূল তেলুগু সিনেমায় অভিনয় করেন সেই সময়ের তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু।

জেনেলিয়ার প্রত্যাবর্তনের সঙ্গে এই সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে রীতেশ দেশমুখের। তাই ‘বেদ’কে ‘বিশেষ কিছু’ বলে উল্লেখ করেছেন জেনেলিয়া। দীর্ঘ সময় পর বড় পর্দায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম, কাজ নয় পরিবারকেই সময় দেব। বিয়ের আগে অনেক কাজ করেছি আমি। তাই মনে হয়েছিল, এখন বিরতি দরকার। তবে ফেরার ভাবনা সব সময়ই মাথায় ছিল। আমি মনে করি, অভিনয়শিল্পী হিসেবে আমার এখনো অনেক কিছু দেওয়ার সুযোগ আছে।’

এখন থেকে অভিনয়ে নিয়মিত হওয়ার কথা জানিয়েছেন জেনেলিয়া। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেনেলিয়ার। কাজ করেছেন দক্ষিণী সিনেমায়ও। ২০১২ সালে রীতেশের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ