কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিশৃঙ্খলা রোধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে নির্বাচন ঘিরে অভিযানে নিবন্ধন ছাড়া একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা এলাকায় টেপামধুপুর সড়কে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি আটক করা হয়। এটি সাধারণ সদস্য প্রার্থী রাসেল মিয়ার বলে জানা গেছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম বলেন, ‘যাঁর কাছ থেকে মোটরসাইকেলটি আটক করা হয়েছে, তিনি মোটরসাইকেলটির কাগজপত্র দেখাতে পারেননি। কাগজপত্র নিয়ে আসলে এটি ছেড়ে দেওয়া হবে।’
গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কাগজপত্র দেখিয়ে মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে কেউ আসেননি।
ওসি মাসুমুর জানান, ইউপি নির্বাচনকে ঘিরে যাতে কোনো পক্ষ বা প্রার্থী ও তাঁর সমর্থকেরা বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার পাঁয়তারা করতে না পারেন সে জন্য ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।