ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সলিউশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে (বিপিবিএল) যোগ দিয়েছেন জনপ্রিয় ফুটবলার জামাল ভূঁইয়া। সম্প্রতি বার্জারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি। চুক্তি অনুযায়ী, এ ফুটবলার বার্জার পেইন্টসের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন। সম্প্রতি বার্জার এক্সপেরিয়েন্স জোনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জামাল ভূঁইয়া এবং বার্জারের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার সাদেক নাওয়াজ, ব্র্যান্ডস হেড সেঁজুতি সালেক সেতুসহ অনেকে। —বিজ্ঞপ্তি